খোলা বাজার২৪, শুক্রবার, ১৯ আগস্ট ২০১৬: একরামুল হক সম্রাট,কুড়িগ্রাম : কুড়িগ্রামের রাজারহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬ প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলার সহকারী পরিচালক শেখ সাদী এ অভিযান পরিচালনা করেন। জানা যায়, রাজারহাট উপজেলা শহরের কুন্ডু মিষ্টান্ন ভান্ডারকে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে ৫ হাজার টাকা, একই অপরাধে শাপলা হোটেলকে ১ হাজার ৫শত টাকা ও খাদ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোর অপরাধে সাদিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৫শ’ টাকা। সারের বাটখারায় কম ওজন দেয়ায় মেসার্স সোনালী ট্রেডার্সকে ৫ হাজার টাকা, মেয়াদোত্তীর্ন তারিখের দ্রব্য বিক্রির জন্য মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সকে ৩ হাজার টাকা ও এবি কর্ণারকে একই অপরাধে ১ হাজার টাকাসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।