Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শুক্রবার, ১৯ আগস্ট ২০১৬: : গান সাংস্কৃতির অংশ। গান-বাজনা ভালবাসেনা এমন লোক পৃথিবীতে খুব কমই আছে আর ভাওয়াইয়া গান রংপুর অঞ্চলের মানুষের প্রাণের গান। কুড়িগ্রাম জেলা হচ্ছে ভাওয়াইয়া গানের চারণ ভূমি। এই জেলার ভাওইয়াগান সাংস্কৃতিক কর্মকান্ডকে সংগ্রহ ও সারাদেশব্যাপী ছড়িয়ে দিতে আজ শুক্রবার সকালে কুড়িগ্রামের ফুলবাড়ী অফিসার্স ক্লাবে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভাওয়াইয়া আসরের সভাপতি অনন্ত কুমার দেব এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার দেবেন্দ্রাথ উরাঁও স্থানীয় শিল্পী রায়হানকাজী, দুলালহোসেন, খোরশেদ আলম, গানে গানে বিজয় ২০১৬ এর অষ্টম তম শিল্পী পলাশ, আন্ত-প্রাথমিক বিদ্যালয় প্রতিযোগীতায় জাতীয় পর্যায়ে ৩য় স্থান অধিকারকারী অনিক, মৌসুমী প্রতিযোগীতায় বিভাগীয় পর্যায়ে ২য় স্থান অধিকারিনী মারুফা আক্তার ডলি ও স্থানীয় বাদ্যযন্ত্রবাদকগণ। সভায় একটি অস্থায়ী কমিটি গঠন করা হয়েছে।