Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শুক্রবার, ১৯ আগস্ট ২০১৬: নওগাঁর ধামইরহাটে নওগাঁ জেলা শিবিরের সাবেক সভাপতি মারুফ আহমেদ (৩০) কে আটক করেছে থানা পুলিশ। ১৮ আগস্ট রাত প্রায় ৯ টার দিকে ওসি মশিউর রহমানের নেতৃত্বে এস,আই শাহীন চৌধুরী, মোজাম্মেলহক সহ সঙ্গীয় ফোর্স আগ্রাদ্বিগুন বাজার মসজিদের সামনে থেকে হযরতপুর গ্রামের মোজাফফর রহমানের ছেলে জেলা শিবির সভাপতি মারুফ আহমেদকে আটক করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পিযুষ কান্তি জানান, ‘গত ২৩ জুন জনৈক জামায়াত নেতা ওসমান আলীর বাড়ী থেকে জিহাদি বই সহ বিভিন্ন জঙ্গিবাদ উগ্রবাদী কাগজপত্র জব্দ করা হয় এবং ওইদিন ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়, মামলা নং- ২৮। ১৯ আগস্ট বাদ ফজর আটক জেলা শিবির সভাপতি মারুফ আহমেদের নেতৃত্বে মিটিং মিছিলের পরিকল্পনার কথা গোপন সূত্রে খবর পেয়ে তাকে আটক করা হয় এবং বিষদ জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেয়ার আবেদন করা হবে বলে তদন্তকারী কর্মকর্তা জানান।