খোলা বাজার২৪, শনিবার, ২০ আগস্ট ২০১৬: ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, বাংলাদেশের আনাচে কানাচে থাকা জঙ্গি ও সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করা হবে। আগস্টের শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার আহ্বান জানান।
আজ সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা আনিসুন্নবী বিশ্বাসের স্মরণে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক ও স্মরণসভা আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী শরীফ বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যকান্ড শুধু এদেশে নয়, পৃথিবীর ইতিহাসে এক নৃশংস ও ঘৃণ্যতম হত্যাকা-। স্বাধীনতা বিরোধী, গণতন্ত্রী বিরোধী খালেদা ও তার পুত্র তারেক জিয়া ষড়যন্ত্র করে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করে সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি বলেন, শেখ হাসিনার হাত ধরেই এদেশ উন্নত বাংলাদেশ হবে।
পরে মন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং ঈশ্বরদী আওয়ামী লীগের সভাপতি প্রয়াত আনিসুন্নবী বিশ্বাসের স্মরণে দোওয়া মাহফিলে যোগ দেন। তিনি বলেন, একজন বলিষ্ট ও একনিষ্ঠ নেতা হিসেবে আনিসুন্নবী বিশ্বাসের ন্যায় সকলকে তৈরি হতে হবে, তবেই বঙ্গবন্ধুর সোনার বাংলা দ্রুত বাস্তবায়িত হবে।
ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নায়েব আলী বিশ্বস এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে ঈশ^রদী উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু, আওয়ামী লীগের সিনিয়র নেতা নূরুজ্জামান বিশ্বাস, কেন্দ্রীয় শ্রমিক লীগের নেতা রশিদুল্লাহ, পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বশির আহমেদ বকুল প্রমুখ প্রয়াত আনিসুন্নবী বিশ^াসের স্মৃতিচারণ করেন।