Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

minister-house-nbs24খোলা বাজার২৪, শনিবার, ২০ আগস্ট ২০১৬: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, দিনদিন রাজনীতিতে নৈতিকতার অবক্ষয় ঘটছে। এ অবস্থার উত্তরণ ঘটাতে আদর্শিক চেতনা নিয়ে রাজনীতি করতে হবে।

আজ চট্টগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি’র ৪১তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে নগরীর মুসলিম হলে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ সভাপতি এস এম আল-মামুনের সভাপতিত্বে শোকসভায় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মিতা, উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ সালম, যুগ্মসম্পাদক ইউনুস গণি চৌধুরী এবং মহিলা আওয়ামী লীগ সভাপতি দিলওয়ারা ইউসুফ বক্তৃতা করেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর চিন্তা চেতনাকে ব্যাহত করার জন্য দেশে আজ মুক্তিযুদ্ধ বিরোধীরা সন্ত্রাস ও নাশকতার আশ্রয় নিয়েছে। আমাদের উচিত সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে কমিটি গঠন করা, যাতে সবশ্রেণি, পেশা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনৈতিক দলের প্রতিনিধি থাকে। মুক্তিযুদ্ধবিরোধী ও বিতর্কিত কেউ যেন স্থান না পায়।

তিনি বলেন, দেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ এর প্রতি লক্ষ্য রাখতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করলে আগামী ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশের তালিকায় আসবে এটা নিশ্চিত।