খোলা বাজার২৪, শনিবার, ২০ আগস্ট ২০১৬: রাজধানীর বাড্ডায় ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে আটক করা জামায়াতের ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে দায়ের করা এই মামলার বাদী হয়েছেন বাড্ডা থানার এসআই মেহেদী মাকসুদ। মামলাটি ১৯৭৫ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার সকালে বাড্ডার মেরুল ভিআইপি প্রজেক্টের ৮ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে অভিযান চালিয়ে ভাইস-প্রিন্সিপাল ও বাড্ডা থানা জামায়াতের আমির ফখরুদ্দিন কেফায়েত উল্লাহসহ ১৮ জন জামায়াতের নেতাকর্মীকে গ্রফতার করা হয়। ওই স্কুলের অধ্যক্ষ হলেন মানবতাবিরোধী অপরাধে ফাঁসি হওয়া জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর স্ত্রী শামছুন্নাহার নিজামী। এই স্কুলের গুলশানেও একটি শাখা রয়েছে। তিনি ওই দুই স্কুলে অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।