খোলা বাজার২৪, শনিবার, ২০ আগস্ট ২০১৬: স্বাস্থ্যমন্ত্রীকে মানসিক ভারসাম্যহীন উম্মাদ অাখ্যায়িত করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ভোটার বিহীন সিলেকশনের সরকারের স্বাস্থ্যমন্ত্রী নাসিম একজন মানসিক রোগী। তাই তাকে চিকিৎসার জন্য পাবনার মানসিক হাসপাতালে ভর্তি করা উচিত। ১৯ সালের মধ্যে বিএনপি জামায়াত নিমুর্ল করা হবে মর্মে তার বক্তব্য ষড়যন্ত্র ও উস্কানী মুলক। এতে দেশে রাজনৈতিক সংঘাত, সংঘর্ষ ও মামলা, হামলাসহ নীল নকশার মাধ্যমে বিরোধীদল নিমুর্লের রেড সিগনাল। দেশে গনতন্ত্রের লেবাসে একদলীয় শোষন কায়েমের নগ্ন উম্মাদনার অংশ মাত্র। যা একজন সুস্থ্য মানুষের দ্বারা সম্ভব নয়।
তিনি বলেন, অাওয়ামী লীগ যে গনতন্ত্র নয় বাকশালে বিশ্বাস করে তা নাসিমের বক্তাব্য অাবারো স্মরন করিয়ে দিল। সরকারের এমপি মন্ত্রীদের এরকম মানসিক ভারসাম্যহীন কথাবার্তা বন্ধ করে অবিলম্বে জাতীয় নিবার্চন দিয়ে সরে দাড়ানো উচিত। তারা জনগনের ভোটে নিবার্চিত হলে এমন কান্ডজ্ঞানহীন বক্তব্য দিতে পারতো না।
তিনি অাজ (শনিবার) সকাল ১০ টায় দলীয় কাযার্লয়ে লেবার পার্টির জরুরী সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।
সভায় লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ অাল মেহেদী, ভাইস চেয়ারম্যান অ্যাডঃ ফারুক রহমান, এমদাদুল হক চৌধুরী, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট উম্মে হাবিবা রহমান, ঢাকা মহানগর সভাপতি শামসুদ্দিন পারভেজ, সাধারন সম্পাদক মাহমুদ খান, যুগ্ম মহাসচিব মিসেস শামিমা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অামিনুল ইসলাম, অানোয়ার হোসেন, অাবদুল্লাহ অাল মামুন, প্রচার সম্পাদক অাবদুর রহমান খোকন, দপ্তর সম্পাদক অামান উল্লাহ, কেন্দ্রীয় সদস্য অালী অাজম অাজাদ, অাল অামীন প্রমুখ নেতৃবর্গ।