Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শনিবার, ২০ আগস্ট ২০১৬: জঙ্গি বিরোধী সারাদেশের সকল প্রেসক্লাবের সাংবাদিকদের মানববন্ধনে সংহতি ও একাত্বতা প্রকাশ করে ১ ঘন্টা মানববন্ধন কর্মসূচী পালন করেছে রংপুর প্রেসক্লাব সহ সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। আজ সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত প্রেসক্লাব প্রাঙ্গনে এই মানববন্ধনে সংহতি প্রকাশ করে জেলা আওয়ামীলীগ,রিপোর্টাস ক্লাব, রিপোর্টাস ইউনিটি,মাহিগঞ্জ প্রেসক্লাব,মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মমতাজ উদ্দিন আহম্মেদ,প্রেসক্লাব সভাপতি ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার সদরুল আলম দুলু,মুক্তিযোদ্ধা এ্যাড. ইলিয়াস আহম্মেদ,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলী আশরাফ, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম টুটুল। মানববন্ধন সমাবেশে সকল গণমাধ্যম কর্মীসহ নাগরিকদের জঙ্গী প্রতিরোধে এগিয়ে আসার আহবান জানানো হয়।
জাহাঙ্গীর আলম বাদল