Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শনিবার, ২০ আগস্ট ২০১৬: মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী ,জামালপুর: ভারত থেকে বন্যার পানিতে ভেসে আসা বুনোহাতি ‘বঙ্গ বাহাদুর’-এর কঙ্কাল বাংলাদেশ জাতীয় জাদুঘরে রাখার সিদ্ধান্ত হয়েছে। জাদুঘরের তিন সদস্যের প্রতিনিধি দল পরিদর্শনে এসে শুক্রবার রাতে সাংবাদিকদের এ তথ্য জানান। এদিকে ‘বঙ্গ বাহাদুর’-এর মৃত্যুর সঠিক কারন জানতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। পাহারায় রাখা হয়েছে ‘বঙ্গ বাহাদুর’কে মাটিচাপা দেওয়া স্থানটি।
জানা গেছে, শুক্রবার সকালে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সহকারী কিপার ও প্রাণি বিশেষজ্ঞ শওকত ইমাম খান, সহকারী কিপার গোলাম কাওসার এবং মালি শরাফত আলী ‘বঙ্গ বাহাদুর’কে মাটিচাপা দেওয়া স্থানটি পরিদর্শনে আসেন। এ সময় তারা সাংবাদিকদের জানান, ‘জাদুঘরের কাজ ইতিহাস-ঐতিহ্য তুলে ধরা। তাই মৃত হাতির কঙ্কালটি সংগ্রহ করা হবে। তারপর গবেষনা ও পরিদর্শনের জন্য জাদুঘরে প্রদর্শন করা হবে। এ জন্য সরকারের অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে।’ এখান থেকে এটি ঢাকা স্থানান্তর সম্ভব কিনা তা দেখার জন্য প্রাথমিকভাবে পরিদর্শনে আসা হয়েছে বলেও তারা জানান।
এদিকে ‘বঙ্গ বাহাদুর’-এর মৃত্যুর সঠিক কারন জানতে বন বিভাগের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ব্যাপারে বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষন অঞ্চলের প্রধান বন সংরক্ষক অসিত রঞ্জন পাল জানান, ‘উপ বন সংরক্ষক মোহাম্মদ শাহাবুদ্দিন খানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে চুড়ান্ত তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।’ ওই কমিটি ইতোমধ্যে তদন্তের কাজ শুরু করেছে বলেও তিনি জানান।
সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদ এজেড মোরশেদ আলী জানিয়েছেন, ‘বঙ্গ বাহাদুর’-এর মৃতদেহ বা অংশ বিশেষ যাতে চুরি না হয় সে জন্য কয়ড়া বাইদ্যা বিলে মাটিচাপা দেওয়ার স্থানে আটজন গ্রাম পুলিশ দিয়ে দিনরাত ২৪ ঘন্টা পাহারা বসানো হয়েছে। এছাড়া একজন ভূমি তহশীলদার, দুইজন ইউপি মেম্বার, দুইজন শিক্ষক ও একজন কাজী সার্বক্ষনিক তদারকী করছেন।