খোলা বাজার২৪, শনিবার, ২০ আগস্ট ২০১৬: , ময়মনসিংহ: গুলশান ও শোলাকিয়া সহ সারা দেশে জঙ্গীবাদের বিরুদ্ধে জাতীয় প্রেসক্লাব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ময়মনসিংহের ত্রিশাল প্রেসক্লাবের উদ্যোগে এক মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় ত্রিশাল বাসষ্ট্যান্ডে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে নজরুল ডিগ্রী কলেজ মিলনায়তনে শিক্ষার্থীদের নিয়ে জঙ্গীবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল থানা অফিসার ইনচার্য মনিরুজ্জামান, ত্রিশাল নজরুল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোখলেছুর রহমান সবুজ, ত্রিশাল বার্তা পত্রিকার সম্পাদক ও ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি শামীম আজাদ আনোয়ার, দৈনিক বিশ্বের মুখপত্র পত্রিকার সম্পাদক এনবিএম ইব্রাহিম খলিল রহিম, ত্রিশাল প্রেসক্লাবের সহ সভাপতি রফিকুল ইসলাম শামীম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক ও ত্রিশাল প্রেসক্লাবের সদস্য এসএম ফজলে রশীদ, ত্রিশাল রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক কামাল আহমেদ।
উপস্থিত ছিলেন যুগ্ন সম্পাদক মোহাম্মদ সেলিম, কোষাধক্ষ মতিউর রহমান সেলিম, সাহিত্য সম্পাদক ফয়জুর রহমান ফরহাদ,নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি সজীব আহমেদ,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাছান লিজন,সাংবাদিক মামুনুর রশীদ,নুরুল আমীন,আব্দুল মালেক,তুহিন,আবু রাইহান,আল সাবিদ প্রমূখ।