খোলা বাজার২৪, শনিবার, ২০ আগস্ট ২০১৬: সুনামগঞ্জ : সুনামগঞ্জের দিরাই উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে । শনিবার দুপুর ২ টায় উপজেলা সদরের বিএডিসি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম এ ঘোষণা দেন। দিরাই উপজেলা প্রশাসন ও উন্নয়ন সংস্থা হেলভেটাস এ অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে বাল্যবিয়ে বিরোধী একটি র্যালি উপজেলা সদর প্রদক্ষিণ করে। এতে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা নির্বাহী কর্মকতা আলতাফ হোসেন, উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, পৌর মেয়র মোশাররফ মিয়া, হেলভেটাস কর্মকর্তা জাহিদ হাসান প্রমুখ।