খোলা বাজার২৪, শনিবার, ২০ আগস্ট ২০১৬: তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহবানে কুড়িগ্রামে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “সুন্দরবন ধ্বংসের আয়োজন, রুখে দাঁড়াও জনগন।” এই শ্লোগানকে সামনে রেখে শনিবার দুপুরে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ সিপিবি বাসদ সহ প্রগতিশীল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমূহ অংশ গ্রহন করেন। এসময় সমাবেশে উপস্থিত ছিলেন, সিপিবি জেলা কমিটির সদস্য আক্তারুল ইসলাম রাজু,বাংলদেশের সামাজতান্ত্রিক দল বাসদ জেলা কমিটির সদস্য সচিব ফুলবর রহমান, ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা কমিটির নেতৃবৃন্দ।