Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

DG-ansarvdp-nbs24খোলা বাজার২৪, রোববার, ২১ আগস্ট ২০১৬: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা পুলিশ বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান খান দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করতে সংগঠনের সদস্যদের আহ্বান জানিয়েছেন।
আজ রংপুর টাউন হল মিলনায়তনে জেলা আনসার-ভিডিপি’র ২০১৬ সালের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতকালে তিনি দেশের সর্ববৃহৎ এই স্বেচ্ছাসেবক সংগঠনের সদস্যদের নির্দেশ দিয়ে বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিটি গ্রামে দুর্গ গড়ে তুলুন।
আনসার-ভিডিপি রংপুর রেঞ্জ’র পরিচালক কাজী সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কে এম মারুফ হাসান।
আনসার-ভিডিপি’র জেলা কমান্ডেন্ট আবদুস সামাদ সমাবেশে স্বাগত বক্তৃতা করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- সাবেক উপজেলা আনসার-ভিডিপি অফিসার সাইদ আলী ও এর নারী প্রশিক্ষক মৌসুমী আক্তার।
এছাড়াও সমাবেশে আনসার-ভিডিপি’র সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বক্তৃতা করেন।
জেনারেল মিজানুর রহমান খান বলেন, আনসার-ভিডিপি সদস্যরা ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের বাংলাদেশ গড়তে অবদান রাখছে এবং পরবর্তীকালে তাদের প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা দিয়ে তারা ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশ গড়ে তুলবে।
তিনি বলেন, প্রতিটি গ্রামে ৬৪ জন পুরুষ এবং মহিলা ভিডিপি সদস্য রয়েছেন এবং তৃণমূল পর্যায়ে থেকে চেইন অব কমান্ডের মাধ্যমে জঙ্গি সম্পর্কে তথ্য প্রদান করে একটি জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে তাদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, আনসার-ভিডিপি সদস্যদের জন্য ব্যাপক কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। আনসার-ভিডিপি’র তরুণ সদস্যদের বিভিন্ন ধাপে দক্ষ মানব সম্পদে পরিণত করার উদ্যোগ নেয়া হচ্ছে।
জেনারেল মিজানুর বলেন, প্রশিক্ষিত আনসার-ভিডিপি সদস্যদের পাঁচ বছরের জন্য বিদেশে কাজ করার সুযোগ হবে। আমি ৪০ হাজার প্রশিক্ষিত ও দক্ষ কর্মী পাঠানোর নির্দেশনা পেয়েছি।
পরে, আনসার-ভিডিপি সদস্যদের মধ্যে পেশাদারী দায়িত্ব পালন ও শ্রেষ্ঠত্বের জন্য সাতজন পুরুষ ও মহিলার মাঝে তিনি পুরস্কার হিসেবে টেলিভিশন, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করেন।