Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

download

খোলা বাজার২৪, রোববার, ২১ আগস্ট ২০১৬: টাঙ্গাইলের মধুপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাথে বন্দুকযুদ্ধে আজ সন্দেহভাজন ২ জেএমবি জঙ্গি নিহত হয়েছে।
আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার টেলকি এলাকার গায়রায় এ ঘটনা ঘটে।
টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার সিংহ জানান, ২১ আগস্ট উপলক্ষে দেশে জঙ্গি হামলা ও মধুপুর বনাঞ্চলের খ্রিস্টান ধর্মাবলম্বীদের গির্জায় হামলা হতে পারে এমন গোপন তথ্যের ভিক্তিতে শনিবার রাত থেকে ওই এলাকায় মধুপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের কয়েকটি দল বিভিন্ন স্থানে চেকপোস্ট বসায়। এ সময় গোয়েন্দা পুলিশের একটি দল অবস্থান নেয় উপজেলার টেলকি এলাকায় অবস্থিত একটি গির্জার সামনে।
রোববার ভোর সাড়ে ৪টার দিকে ওই এলাকায় একটি মোটরসাইকেলে করে আসা ২ যুবককে সন্দেহ হলে তাদের সংকেত দিয়ে থামতে বলে চেকপোস্টে কর্তব্যরত গোয়েন্দা পুলিশের সদস্যগণ।
এ সময় মোটরসাইকেলে থাকা যুবকরা গোয়েন্দা পুলিশ সদস্যদের লক্ষ করে ককটেল, গুলি ও চাপাতি দিয়ে হামলা চালায়। পরে গোয়েন্দা পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ২ যুবক গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। পুলিশের ধারণা, নিহতরা জেএমবি জঙ্গি গোষ্টির সদস্য।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভলবার, ৩ রাউন্ড গুলি, একটি খালি গুলির খোসা, দু’টি চাপাতি, বোমা তৈরির নির্দেশিকা ও বেশ কিছু কম্পোজ করা জিহাদি লিফলেট, নগদ প্রায় ১২শ’ টাকা ও একটি মোবাইল সেট উদ্ধার করেছে।