খোলা বাজার২৪, রোববার, ২১ আগস্ট ২০১৬: তুরস্কের দক্ষিণাঞ্চলের শহর গাজিয়ানটেপে একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় ৩০ জন নিহত ও কমপক্ষে ৯৪ জন আহত হয়েছেন। খবর বিবিসির।
স্থানীয় সময় শনিবার রাত ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) সন্দেহ করা হচ্ছে।
গাজিয়ানটেপ শহরটি তুরস্ত ও সিরিয়া সীমান্তে অবস্থিত এবং কুর্দি অধ্যুষিত।
তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, এক আত্মঘাতী হামলাকারী এ সন্ত্রাসী হামলা চালিয়েছে।
প্রাদেশিক গর্ভনরের বিবৃতিতে এ নিষ্ঠুর হামলা এবং যারা এ হামলা চালিয়েছে, তাদের তীব্র নিন্দা জানানো হয়েছে।
এর আগে গত মে মাসে কুর্দি অধ্যুষিত গাজিয়ানটেপ শহরে আত্মঘাতী হামলায় দুই পুলিশ সদস্য নিহত হন।