খোলা বাজার২৪, রোববার, ২১ আগস্ট ২০১৬: জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ, নাশকতা, মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিরাজদিখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে ইছাপুরা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর মো: আজীম।
ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ: মতিন হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ মো: সামছুল হক হাওলাদার, ইছাপুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন, ডা: মো: দুলাল, সিরাজদিখান থানা এস আই মো: হানিফ, ডা: খবিরউদ্দিন আহমেদ প্রমুখ। আলোচনাসভায় ওয়ার্ড মেম্বার, মসজিদ, মাদ্রাসা, স্কুল ও কলেজের ছাত্র-শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা দেশের জঙ্গীবাদ,সন্ত্রাসবাদ, নাশকতা রোধে একযোগে কাজ করার ঘোষনা দেন। এছাড়া মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান।