খোলা বাজার২৪, রোববার, ২১ আগস্ট ২০১৬: পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নে নির্বাচন পরবর্তি সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে এক মহিলা নিহত ও আহত হয়েছে এক শিশু। আজ শনিবার সন্ধা সাড়ে ৭টায় ভাড়ারা ইউনিয়নের আতাইকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শিরা জানায়, এই ইউনিয়নে আওয়ামীলীগের নৌকা প্রতিকের দলীয় প্রার্থী আবু সাঈদ এর সাথে জাসদের মশাল প্রতিকের দলীয় প্রার্থী সুলতান লস্কর প্রতিদ্বন্দিতা করেন। সুলতান লস্কর অভিযোগ করেন সরকার দলীয় প্রার্থী আবু সাঈদ ভোট কারচুপির মাধ্যমে জয়ি হন। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ চলে আসছিল। গত ২/৩দিন পুর্বে সদ্য নির্বাচিত চেয়ারম্যান আবু সাঈদ গ্রুপের শামসু মেম্বারের সাথে সুলতান লস্কর গ্রুপের নেফাজ মোল্লা গ্রুপের হাতাহাতি হয়। এরই জের ধরে শামসু মেম্বারের লোকজন আজ সন্ধায় আগ্নেয়াস্ত্র নিয়ে নেফাজ মোল্লা গ্রুপের উপর গুলিবর্ষন করে। এসময় পথচারী আলেখা বেগম (৪৫) ঘটনাস্থলেয় গুলিবিদ্ধ হয়ে মারা যান। তার নাতনী শহীদ আব্দুস সাত্তার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী নুপুর (০৭) গুলিবিদ্ধ হয়ে গুরত্বর আহত হয়ে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হন। নুপুরের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাত ১০টায় পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে পাবনা থানায় নিয়ে আসে। নিহত আলেখা বেগম আতাইকান্দা গ্রামের আফাই সরদারের স্ত্রী ও আহত নুপুর আলেখার মেয়ে আফরোজা বেগমের মেয়ে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে উত্তেজনা বিরাজ করছে। পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনম আব্দুল্লাহ আল হাসান জানান, খবর পেয়েছি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি।