খোলা বাজার২৪, রোববার, ২১ আগস্ট ২০১৬: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালীতে ভৈরব নদে ডুবে মারা গেছেন কলেজ ছাত্র নাজমুল হোসেন (২১)। ঘটনাটি ঘটেছে আজ রোববার সকাল সোয়া ৬ টার দিকে। হতভাগ্য নাজমুল হোসেন মোনাখালী গ্রামের মধ্যপাড়ার আব্দুল ওয়াদুদের ছোট ছেলে এবং মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজ ছাত্র নাজমুল হোসেন প্রাতঃ ভ্রমণ শেষে সকাল সোয়া ৬ টার দিকে ভৈরব নদের মোনাখালী ব্রিজের নীচে গোসল করতে নামেন। এরপর বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন খোঁজা-খুঁজি শুরু করেন। স্থানীয়দের দেওয়া তথ্যমতে সকাল ৭ টার দিকে ওইস্থানে জাল টেনে তার লাশ উদ্ধার করা হয়। তিনি সাঁতর জানতেন না। তার লাশ দাফনের প্রস্তুতি চলতে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।