Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, রোববার, ২১ আগস্ট ২০১৬: সুনামগঞ্জ : গতকাল রবিবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের এর অফিস কক্ষে ১৯২৬ সালের প্রথম পোর্টেবল মডেল এর রয়েল টাইপরাইটার মেশিনটি সংগ্রাহক সুনামগঞ্জ জেলা যুব প্রতিনিধি ও যুব সংগঠক এবং জাতীয় যুব পুরস্কার পদকপ্রাপ্ত শ্রেষ্ঠ যুব আত্মকর্মী-২০১৩ (মেধা তালিকায় ১ম) এবং বে-সরকারি স্বেচ্ছাসেবী সংস্থা আরডিএসএ এর নির্বাহী পরিচালক জনাব মোঃ মিজানুল হক সরকার ‘সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর’-এ সংরক্ষণ সহ দর্শনার্থীদের জন্য হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও তত্ত্বাবধায়ক, সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘরের মোঃ কামরুজ্জামান । এছাড়াও জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মর্কতাবৃন্দ উপস্থিত ছিলেন। সংগ্রাহক বলেন প্রায় ২০ বছর আগে ইংরেজি টাইপ শেখার জন্য এই টাইপরাইটার মেশিনটি আনা হয় বাসায়, পরে স্মৃতি হিসেবে সংরক্ষণ করা হয়। প্রায় ৯০ (নব্বই) বৎসর পুরাতন টাইপ রাইটার গ্রহনের সময় জনাব শেখ রফিকুল ইসলাম, জেলা প্রশাসক, সুনামগঞ্জ বলেন, সুনামগঞ্জ জেলায় ঐতিহ্যবাহী বহু মহা-মূল্যবান জিনিসপত্র আছে যা ‘সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘরে’ সংরক্ষণ থাকলে দেশ-বিদেশের বহু দর্শনার্থীরা দেখার সুযোগ পেতো বলে সকল সংগ্রাহকদের ‘সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘরে’ সংরক্ষনের জন্য আহবান জানান।