খোলা বাজার২৪, রোববার, ২১ আগস্ট ২০১৬: নরসিংদী থেকে তোফাজ্জল হোসেনঃ নরসিংদীতে উন্নত পদ্ধতিতে শিং মাছচাষ ও ব্যবস্থাপনা বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী সফলভাবে সম্পন্ন হয়েছে। নরসিংদী জেলা মৎস্য কর্মকর্তার সেমিনার কক্ষে অনুষ্ঠিত জেলা মৎস্য কর্মকর্তা তোফাজ্জউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে সমাপনী দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ও চিনিশপুর দীপশিখা মহিলা সমিতি কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি গবেষণা ফাউন্ডেশনের পরিচালক আঃ রাজ্জাক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুররহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং আপস্কেলিং অব পন্ডস প্রকল্পের প্রধান গবেষক প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, কৃষি গবেষণা ফাউন্ডেশনের মনিটরিং স্পেশালিষ্ট মোঃ আব্দুল বাতেন, শিং মাছ চাষ বিশেষজ্ঞ ও আপস্কেলিং অব পন্ডস প্রকল্পের সাইট কো-অর্ডিনেটর ড.জি.সি হালদার। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন চিনিশপুর দীপশিখা মহিলা সমিতির নির্বাহী পরিচালক ছফুরা বেগম। ৯ আগষ্ট থেকে ১১ আগষ্ট পর্যন্ত নরসিংদী জেলার শিং মাছ চাষীদের এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জেলার প্রায় ৩০ জন শিং মাছ চাষী এই প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন। ৩ দিনব্যাপি এই প্রশিক্ষণ কর্মসূচীতে শিং মাছের জীববিজ্ঞান,প্রাচুর্য হ্রাসেরকারণ এবং প্রাপ্যতা বৃদ্ধিরজন্য করণীয়,শিং মাছ চাষের গুরুত্ব ও সুবিধা-অসুবিধা এবং গ্রামীণ দারিদ্র বিমোচনে শিং মাছের ভূমিকা,শিং মাছের প্রনোদিত প্রজনন ও রেণু পোনা উৎপাদনের কৌশল,শিং মাছ চাষ পদ্ধতি,পুকুর নির্বাচন ও প্রস্তুতি,শিং মাছের মজুদ ঘনত্ব,পোনা পরিবহণ ও পুকুরে মজুদ,শিং মাছ চাষে পানি ও মাটির গুণাগুণ ব্যবস্থাপনা,শিং মাছের প্রাকৃতিকও সম্পুরক খাদ্য,সম্পুরক তৈরীর কলা-কৌশল,শিং মাছের সম্পুরক খাদ্য প্রয়োগের কৌশল ও খাদ্য ব্যবস্থাপনা,শিংমাছের রোগবালাই ব্যবস্থাপনা,শিং মাছ চাষের ঝুকি ব্যবস্থাপনা,শিং মাছ আহরণ,বাজারজাতকরণ ও লাভ ক্ষতির হিসাব বিশ্লেষণ ইত্যাদি বিষয় স্থান পায়।