Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

dd0da8c36724dfc93742f2f7489ed6b7_XLখোলা বাজার২৪, রোববার, ২১ আগস্ট ২০১৬: আজ ফরিদপুরের বাখুন্ডা ও সালথা এবং দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঘুর্ণিঝড়ে ৫ জনের প্রাণহানী, অসংখ্য মানুষ আহত এবং বিপুল সংখ্যক ঘড়বাড়ী, ফসলী ক্ষেত ও গাছপালা বিধস্ত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

এক শোকবার্তায় বিএনপি চেয়ারপার্সন বলেন, “আজ দেশের বিভিন্ন অঞ্চলে ঘুর্ণিঝড়ের প্রচন্ড আঘাতে ঘড়বাড়ী লন্ডভন্ড হয়ে যাওয়া মানুষদের ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাভিভূত। ঘুর্ণিঝড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ফরিদপুরবাসীর প্রতি আমি সহমর্মিতা প্রকাশ করছি। আমি মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করছি তিনি যেন ক্ষতিগ্রস্ত ও শোকে ম্রিয়মান মানুষকে এই বিশাল শোক ও কষ্ট সইবার ক্ষমতা দান করেন। বাংলাদেশের মানুষ বরাবরই কষ্টসহিষ্ণু। আজকের ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলের সাহসী মানুষরা তাদের শোক ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে নবউদ্যোমে জীবন সংগ্রামে জয়ী হবে ইনশাল্লাহ।”
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আজকের ঘুর্ণিঝড়ের আঘাতে নিহত মানুষদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকবিহব্বল পরিবারের সদস্যবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহতদের আশু সুস্থতা কামনা করে তাদের দ্রুত সূচিকিৎসা নিশ্চিতকরণ এবং ক্ষতিগ্রস্ত মানুষদের ঘরবাড়ী পূণ:নির্মানে সাহায্য এবং পূণর্বাসন ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে সহযোগিতা প্রদানের জন্য সরকারের প্রতি আহবান জানান।
অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ দেশের বিভিন্ন এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে ৫ জনের প্রাণহানী, বিপুল সংখ্যক মানুষ আহত, নিখোঁজ এবং হাজার হাজার বাড়ীঘর ও ফসলী জমি বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, “আজকের ঘূর্ণিঝড়ে ৫ জন মানুষের প্রাণহানীতে আমি গভীরভাবে শোকার্ত ও মর্মাহত হয়েছি। এহেন প্রাকৃতিক দুর্যোগ ও মানুষের হৃদয়বিদারক মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশের ভাষা আমার জানা নেই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সংশ্লিষ্ট অঞ্চলের দুর্যোগ কবলিত মানুষ স্বজন হারানোর বেদনা কাটিয়ে উঠে নব উদ্যমে আবার সবকিছু গড়ে তুলতে সক্ষম হবে। আমি আল্লাহ’র নিকট দোয়া করি তিনি যেন ঘুর্ণিঝড় কবলিত এলাকার স্বজনহারা মানুষদের এই বিশাল শোক সহ্য করার ক্ষমতা দান করেন।”

বিএনপি মহাসচিব আজকের ঘূর্ণিঝড়ে বেশ কিছু মানুষের প্রাণহানির ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন। তিনি অবিলম্বে আহতদের সুচিকিৎসা এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের বাসস্থান নির্মানসহ জরুরী ভিত্তিতে ত্রানসামগ্রী বিতরণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।