Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোuntitled-7_163580লা বাজার২৪, সোমবার, ২২ আগস্ট ২০১৬:নরসিংদী থেকে তোফাজ্জল হোসেনঃগাউসিয়া কমিটি বাংলাদেশ ,নরসিংদী জেলা শাখার উদ্যোগে গত শুক্রবার বাসাইল পূর্বপাড়া জামে মসজিদে আঞ্জুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাষ্ট ও এশিয়ার সর্বাবৃহৎ দ্বীনি প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার প্রতিষ্ঠাতা কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ্(রাঃ) ৫৬তম সালানা ওরশ উপলক্ষে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে তকরীর পেশ করেন বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব আর্ন্তজার্তিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে ক্বোরআন । তিনি তার বক্তব্যে মুসলিম মিল্লাতকে ইসলামের সঠিক রুপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে বিশ্বাসী হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। বিশ্বব্যাপী ইসলামের নামধারী ওহাবী সালাফি জঙ্গিগোষ্ঠির সমালোচনা করে বলেন তারা যদি আজ আউলিয়া কেরামের অনুসরন করতো তাহলে নির্বিঘে মানুষ হত্যা করতো না।তিনি সকলকে সৈয়দ আহমদ শাহ সিরিকোটি(রাঃ) এর রেখে যাওয়া জীবনাদর্শে জীবন গঠনের তাগিদ দেন।নরসিংদী জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা আবুল হোসেন এর সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব আলহাজ্ব আব্দুল মালেক বুলবুল,নরসিংদী জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারন সম্পাদক পীরে তরিকত আলহাজ্ব কাজী মোহাম্মদ আলী পেশোয়ারী,ঢাকা মহানগর গাউসিয়া কমিটির সহ সভাপতি আলহাজ্ব শোয়েবুজ্জামান চৌধুরী(তুহিন) সহ সাধারন সম্পাদক মোহাম্মদ হোসেন,সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফয়েজুল আমিন ফয়েজ ও সহ সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম প্রমুখ। ওয়াজ মাহফিল শেষে আগামী ২০১৬-১৮ ইং সেশনের জন্য অধ্যক্ষ মাওলানা আবুল হোসেনকে সভাপতি ও মাসুদ রানা আনছারীকে সাধারন সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট নরসিংদী জেলা গাউসিয়া কমিটি ঘোষনা করা হয়।