সোমবার সকাল পৌনে ১০টার দিকে কয়েক হাজার ছাত্র-ছাত্রী মিছিল নিয়ে বাধা ঠেলে বংশাল মোড়ে পৌঁছালে তাদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ও কাঁদুনে গ্যাস ছুড়ে পুলিশ। মিছিলে লাঠিপেটা করা হয় বলেও শিক্ষার্থীদের অভিযোগ।
এর পর বেলা ২টার দিকে আন্দোলনকারীদের পক্ষে রাশেদুল ইসলাম, রাইসুল ইসলাম নয়ন ও সফিকুল ইসলাম এক বিবৃতি দিয়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন।
পরে রাইসুল ইসলাম নয়ন বলেন, “পুলিশের ন্যক্কারজনক হামলার প্রতিবাদে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করা হবে। “প্রধানমন্ত্রীর কাছ থেকে সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত ধর্মঘট চলবে।”