Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

6খোলা বাজার২৪, সোমবার, ২২ আগস্ট ২০১৬: বয়স কি বা আর এমন, ১২ থেকে ১৩। গায়ের রং ফর্সা, দেখলেই মায়া লাগে।

অথচ এই মায়ার আড়ালে লুকিয়ে রয়েছে ভয়ংকর বিভৎসতা। বিশ্বের বিভিন্ন দেশে যার নজির প্রায়শ দেখা যাচ্ছে।
বিষয়টি সর্বশেষ আলোচনায় এসেছে, স্থানীয় সময় শনিবার রাত ১১টার দিকে তুরস্কে বিয়ে বাড়িতে এক আত্মঘাতী হামলার পর।
দেশটির গাজিয়ানটেপ শহরের ওই হামলায় ৫১ জন নিহত ও ৬৯ জন আহত হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রোসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ১২ থেকে ১৪ বছর বয়সী এক কিশোর এই হামলা চালিয়েছে।
তিনি এ হামলার জন্য মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করেছেন।
এবার তেমনই এক ঘটনায় ইরাকের নিরাপত্তা বাহিনী ১২ থেকে ১৩ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে, যার শরীরে স্ইুসাইড বেল্ট বাঁধা ও কাছে ডেটোনেটর ছিল। খবর ডেইলি মেইলের।
ইরাকের রাজধানী বাগদাদের উত্তরের শহর কিরকুকের রাস্তা থেকে রোববার তাকে আটক করা হয়। এ সময় তার শরীরে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার জার্সি এবং পিঠে আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওলেন মেসি লেখা ছিল।
আটকের পর সে কান্না শুরু করে দেয়। নিরাপত্তা বাহিনীর ধারণা, জঙ্গিগোষ্ঠী আইএস এখন আত্মঘাতী হামলার ক্ষেত্রে শিশুদের ব্যবহার করছে। রোববার কিরকুকের দুটি জায়গায় এ ধরনের আত্মঘাতী হামলার ঘটনাও ঘটেছে, যাতে অন্তত তিনজন আহত হয়েছে।
দ্য কুর্দিশ মিডিয়া গ্রুপ ‘রুড’ সুইসাইড বেল্ট বাঁধার সময় আটক ওই কিশোরের ভিডিও প্রকাশ করেছে।
পুলিশ জানিয়েছে, কিশোরটি একটি শিয়া মসজিদে গিয়ে নিজেকে উড়িয়ে দেয়ার পরিকল্পনা করেছিল, যেটি সে স্বীকার করেছে।
চলতি বছর আইএস আরবি হরফে ‘বাচ্চাদের খেলাফত’ নামে অস্ত্র বহনের কৌশল সংক্রান্ত একটি কার্টুন প্রকাশ করে। সেখানে তারা ট্যাংক, আগ্নেয়াস্ত্র ও তরবারির ছবি ব্যবহার করে।