খোলা বাজার২৪, সোমবার, ২২ আগস্ট ২০১৬: বাংলাদেশে বিনিয়োগে জ্বালানি ও ভূমির নিশ্চয়তা চেয়েছে চীন।
সোমবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ ও চীন যৌথ অর্থনৈতিক কমিশনের ১৪ তম সভায় দেশটির পক্ষ থেকে এ কথা বলা হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মো. মেজবাহউদ্দিন। চীনের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার গাওইয়ান।
বৈঠক শেষে বিকেলে এক প্রেস ব্রিফিং এ সিনিয়র সচিব মো. মেজবাহউদ্দিন জানান, বাংলাদেশে ব্যাপক বিনিয়োগে চীনের প্রতি আহ্বান জানানো হলে তারা জ্বালানি ও ভূমির নিশ্চয়তা চেয়েছে।