খোলা বাজার২৪, সোমবার, ২২ আগস্ট ২০১৬: সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি মুন্সীগঞ্জের উদ্যোগে এবং সদর উপজেলা শিক্ষা অফিসের সার্বিক সহযোগিতায় প্রাথমিক শিক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং মানোন্নয়নে স্থানীয় পর্যায়ে করণীয় শীর্ষক এক সমন্বয় সভার আয়োজন করা হয়। সোমবার (২২ আগস্ট) সোমবার সকাল ১১:০০ ঘটিকায় সনাক সদস্য বীর মুক্তিযুদ্ধা মো: আলী অকবর মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সদর ক্লাস্টারের ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিবৃন্দ অংশ গ্রহণ করেন। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, শিক্ষা ও আইসিটি মুহাম্মদ হারুন-অর-রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে জনাব সুরাইয়া জাহান, উপজেলা নির্বাহী অফিসার, সদর, জনাব পঞ্চানন বালা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মোসা: ফজিলা খানম, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এবং জনাব তাছলিমা বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা, সদর। সভায় শিক্ষক এবং এসএসসি’র সভাপতিগণের পাশাপাশি আরো উপস্থিত ছিলেন জেলা এবং উপজেলা পর্যায়ের সহকারী শিক্ষা কর্মকর্তাগণ, সনাক, স্বজন, ইয়েস সদস্যসহ স্থানীয় ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।
সভায় অংশগ্রহণকারীগণ প্রাথমিক শিক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং মানোন্নয়নের লক্ষ্যে স্থানীয় ও জাতীয় পর্যায়ে করণীয় বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা পেশ করেন যার মধ্যে উল্লেখযোগ্য হল- শিক্ষার্থীর অনুপাতে বিদ্যালয়ের শিক্ষক সমন্বয় করা এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দেয়া, প্রাক-প্রাথমিকের জন্য শ্রেণী কক্ষ ও শিক্ষক নিশ্চিত করা, এসএমসি’র সদস্য নির্বাচনে নূন্যতম শিক্ষাগত যোগ্যতার বিধান রেখে নীতিমালা প্রণয়ন করা, রাজনৈতিক প্রভাব মুক্ত এসএমসি গঠন করা, মিড-ডে মিলের জন্য সরকারিভাবে আর্থিক সহায়তার ব্যবস্থা করা, শূন্যপদে দ্রুত সময়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ দেয়া, সরকারীভাবে সরবরাহকৃত বইয়ের গুণগত মান বৃদ্ধি করা, ঝরে পড় রোধে কার্যকর ব্যবস্থা নেয়া, নিয়মিত এসএমসি সভার আয়োজন এবং নারী সদস্যের অংশগ্রহণ নিশ্চিত করা ইত্যাদি।
সভায় বক্তাগণ তাদের বক্তব্যে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সনাক এবং টিআইবি’র গৃহিত এ উদ্যোগকে স্বাগত জানান এবং সরকারের পাশাপাশি এ ধরনের সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার সুপারিশ করেন। তাছাড়া, সবাই নিজ নিজ অবস্থান থেকে যার যার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করলে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি এক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার চর্চা আরো প্রতিষ্ঠা পাবে বলে তারা মতামত ব্যক্ত করেন।