খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৩ আগস্ট ২০১৬: দশম জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮তম বৈঠক আজ কমিটি সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, মন্নুজান সুফিয়ান, ডা. মো. এনামুর রহমান এবং সাবিনা আক্তার তুহিন বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে ‘পাট বিল, ২০১৬’ সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা হয়। কমিটি বিলটিতে বছরের যেকোন দিনকে ‘পাট দিবস’ হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করে। এছাড়াও, বৈঠকে ‘পাট বিল, ২০১৬’ সম্পর্কে স্টেকহোল্ডারদের সাথে আলোচনার লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধনী সংযোজনসহ চূড়ান্ত খসড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণের সুপারিশ করা হয়।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।