Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

menon-1খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৩ আগস্ট ২০১৬:  বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ’৭৫’র ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ’৭১’র পরাজিত শক্তি ইতিহাসের চাকা পেছনে ঘুরিয়ে, দেশে পাকিস্তানি ভাবধারা সৃষ্টি করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধুলিস্মাৎ করে দিতে চেয়েছিলো। বঙ্গবন্ধুকে বাংলার মাটি থেকে মুছে দিতে চেয়েছিলো। কিন্তু বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বঙ্গবন্ধু আজও মানুষের হৃদয়ে অম্লান।
গতকাল বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আজকে ধর্মের নামে যে উন্মত্ততা ছড়ানোর চেষ্টা হচ্ছে, তা নতুন নয়, ১৯৭১ সালেও ধর্মের নামে সন্ত্রাস সৃষ্টি করে বাঙালির স্বাধীনতাকে বিলম্বিত করার পাঁয়তারা হয়েছিলো। কিন্তু অপরাজেয় এ জাতির সম্মিলিত আকাক্সক্ষার কাছে তা ব্যর্থ হয়েছে। কিন্তু চক্রান্ত এখনও চালানো হচ্ছে। তাই ১৫ই আগস্ট, ২১শে আগস্ট এবং ১লা জুলাই একইসূত্রে গাঁথা। এদেরকে ’৭১’র চেতনা ও প্রেরণায় পরাজিত করা হবে।
সভায় আরো বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ড. আবদুর রাজ্জাক এবং ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।