খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৩ আগস্ট ২০১৬: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির হাটে সুস্থ সবল গবাদিপশু সরবরাহ ও বিক্রয় নিশ্চিতকল্পে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুল হাসান খানের সভাপতিত্বে সম্প্রতি মন্ত্রণালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, গবাদি পশু হৃষ্টপুষ্টকরণে ক্ষতিকর স্টেরয়েড ও হরমোন জাতীয় ঔষধ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। মাংসের জন্য বিশেষ করে কোরবানির উদ্দেশ্যে গবাদিপশু হৃষ্টপুষ্টকরণে ক্ষতিকর স্টেরয়েড ও হরমোন জাতীয় ঔষধ প্রাণিদেহে প্রয়োগ, পশুখাদ্যে ব্যবহার ও খাওয়ানো সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইনত দ-নীয়। এ ধরনের ঔষধ প্রাণিস্বাস্থ্য ও জনস¦াস্থ্যের জন্য ক্ষতিকর।
হৃষ্টপুষ্টকরণে এ জাতীয় ঔষধ ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে মৎস্য ও পশুখাদ্য আইন-২০১০ ও পশুখাদ্য বিধিমালা-২০১৩ মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।