Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

dmp_logoখোলা বাজার২৪, মঙ্গলবার, ২৩ আগস্ট ২০১৬: গতকাল সোমবার (২২ আগস্ট) সন্ধ্যায় সবুজবাগ থানার উত্তর বাসাবো এলাকায় অভিযান পরিচালনা করে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর গোয়েন্দা ও অপরাধতথ্য (পূর্ব) বিভাগ এর অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিম।

গ্রেফতারকৃতের নাম- মোঃ হাছান (২৪)। এ সময় তার কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৮ লক্ষ টাকা।

আজ মঙ্গলবার ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্সের উপ-পুলিশ কমিশনার স্বাক্ষরিত গণমাধ্যম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, বিক্রয়ের উদ্দেশ্যে নেশাজাতীয় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখেছে। সে ও তার অন্যান্য সহযোগীরা পরস্পর যোগসাজোসের মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকায় নেশাজাতীয় অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে।

এ ব্যাপারে সবুজবাগ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।