
অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বর্ণাঢ্য এবং সংগ্রামী জীবনের উপর আলোকপাত করে বিশেষ অতিথি তাঁর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে সকলের আন্তরিক প্রয়াস নিয়োজিত করার জন্য উদাত্ত আহবান জানান। উক্ত অনুষ্ঠানে বঙ্গবন্ধুর উপর লিখিত সকল বইয়ের সমাহারে “বঙ্গবন্ধু কর্ণার” এর শুভ উদ্বোধন এবং বঙ্গবন্ধুর অনবদ্য ভাষ্কর্য উম্মোচন করা হয়। প্রাতিষ্ঠানিক পর্যায়ে উদ্ভাবনী চিন্তার ফসল এই “বঙ্গবন্ধু কর্ণার” প্রতিষ্ঠার মাধ্যমে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক পথিকৃতের ভূমিকা পালন করায় বক্তারা এই প্রয়াসকে অভিনন্দন জানান।