খোলা বাজার
২৪, মঙ্গলবার, ২৩ আগস্ট ২০১৬: নরসিংদী থেকে তোফাজ্জল হোসেনঃ নরসিংদী সদর উপজেলার কিছমত বানিয়াদী গ্রামের মৃত ওয়াজ উদ্দিনের পুত্র শারীরিক প্রতিবন্ধী হযরত আলী তার পরিবার নিয়ে বেচেঁ থাকার একমাত্র অবলম্বন তার ৩০ বছরের দখলাধীন এক খন্ড ভূমি ফেরত পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন। ঘটনার বিবরনে জানা গেছে সেকেরচর বাজারে সেকেরচর মৌজাস্থিত খতিয়ান নং-১,দাগ নং-১৬৯৯ উক্ত জায়গায় ০.০০২২ একর জমিতে ৩০ বছর যাবত হত দরিদ্র হযরত আলী চা পানের দোকানের ব্যবসা করে আসছিলেন। ২০১১-১২ সালে তৎকালীন সেকেরচর ভূমি অফিসের তহসিলদার হযরত আলীকে স্থায়ী বন্দোবস্ত দিবে বলে হযরত আলীর নিকট থেকে ১লক্ষ টাকা দাবী করে। হযরত আলী তহসিলদারকে নগদ ৯০হাজার টাকা প্রদান করে। কিন্তু উক্ত তহসিলদার হযরত আলীকে ভূমি বন্দোবস্ত না দিয়ে বেশী টাকা নিয়ে সদর উপজেলার গণেরগাও গ্রামের বন্দর আলীর পুত্র কাশেম মিয়াকে হযরত আলীর ভিটিটি বন্দোবস্ত দিয়ে দেয়। সে হযরত নিকট থেকে নেয়া টাকা ফেরত দেয়নি। জানা গেছে উক্ত বাজারে কাশেম মিয়ার আরো ৫টি ভিটি রয়েছে। পরবর্তীতে হযরত আলী জেলা প্রশাসকের নিকট তার জমি ফেরত পাওয়ার জন্য আবেদন করলেও তিনি তা ফেরত পাননি। ফলে তিনি স্ত্রী সন্তান নিয়ে অতি কষ্টে দিনাতিপাত করছেন। অসহায় হযরত আলী কোন উপায় না দেখে মাননীয় ভূমি মন্ত্রীর নিকট আবেদন করলে ভূমি মন্ত্রনালয় থেকে উক্ত মন্ত্রনালয়ের সহকারী সচিব মোঃ শিব্বির আহমদ উছমানী গত ২৭/৭/২০১৬ ইং তারিখে বিভাগীয় কমিশনার ঢাকা ও নরসিংদী জেলা প্রশাসক মহোদয়কে নরসিংদী জেলাধীন সেকের চর মৌজাস্থিত লাইসেন্স ভিটি ২৭/১১-১২ বাতিল করার বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করার জন্য পত্র দেন। অসহায় হযরত আলীর আকুল আবেদন মানবিক দিক বিবেচনা করে বন্দোবস্ত দেয়া ভিটি বাতিল করে তার নামে লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করে দিলে সে ও তার পরিবারটি বেচে যায়।
