
জরিপের তথ্য সংগ্রহের ছক চূড়ান্ত করুণ সহ জরিপ পরিচালনা কৌশলের উপর এক কর্মশালা আজ (মঙ্গলবার) ঢাকার পলাশীতে ব্যানবেইস মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদ অনুষ্ঠানে তাঁর বক্তৃতায় বলেন, বিন্যামূল্যে পাঠ্যপুস্তক,উপবৃত্তি ,টিউশ ফি মওকুফ, বিদ্যালয়ে দুপুরের খাবার সরবরাহ, দরিদ্র শিক্ষার্থীদের জন্য ইংরেজি, গণিত ও বিজ্ঞানের অতিরিক্ত অস্থায়ী শিক্ষক নিয়োগের মতো শিক্ষাবান্ধব কর্মসূচি বাস্তবায়নের ফলে গত সাড়ে সাত বছরে শিক্ষার্থী ঝরেপড়া ব্যাপক হারে কমেছে। অতিরিক্ত শিক্ষার্থীর চাপে বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামোগত সমস্যা দেখা দিচ্ছে। ব্যানবেইস পরিচালিত শিক্ষা জরিপ শিক্ষা অবকাঠামো নির্মাণ ও শিক্ষা উপকরণ সরবরাহ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে শিক্ষামন্ত্রী তাঁর বক্তৃতায় উল্লেখ করেন । জনাব নাহিদ বলেন, অতিরিক্ত শিক্ষার্থী সামলাতে গত সাড়ে সাত বছরে সারা দেশে ১১ হাজার স্কুল, কলেজ, মাদ্রাসায় নতুন ভবন নির্মাণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
অনুষ্ঠানে শিক্ষা সচিব মোঃ সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এস এম ওয়াহিদুজ্জামান, এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস মাহমুদ বক্তৃতা করেন ।
ব্যানবেইস পরিচালক মোঃ ফসিউল্লাহ্ সভাপতিতে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ হেলাল উদ্দিন, অশোক কুমার বিশ্বাস, এস এম এহসান কবির, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মাহাবুবুর রহমান এবং ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোয়াজ্জেম হোসেন মোল্লাও বক্তব্য রাখেন ।