খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৩ আগস্ট ২০১৬: উলিপুরে ব্যাটারী চালিত অটো রিক্সার ব্যাটারীতে বৈদ্যুতিক চার্জ দেয়ার সময় সুজন (১৪) নামে সপ্তম শ্রেনির এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত সুজন উলিপুর উপজেলার ধামশ্রেনি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনির ছাত্র বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, উলিপুর উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের বাগচীর খামার গ্রামের শফিকুল ইসলামের পুত্র সুজন পারিবারিক অস্বচ্ছলতা ও অভাবের কারনে লেখাপড়ার পাশাপাশি ব্যাটারী চালিত অটো রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করত। সে প্রতিনিয়ত তার নিজের অটোর ব্যাটারী চার্জ দিত। সোমবার বিকেলে একই ইউনিয়নের পশ্চিম দরিচর গ্রামের আইয়ুব আলীর বাড়িতে সে অটো রিক্সার ব্যাটারীতে চার্জ দেয়। কিছুক্ষণ পর সে অটোর ব্যাটারীর বৈদ্যুতিক তার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। এসময় স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে নেয়ার পথে তার মৃত্যু ঘটে।