খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৩ আগস্ট ২০১৬: সুনামগঞ্জ : সুনামগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষ রোপন অভিযান শুরু হয়েছে। পৌর শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলার আয়োজন করেছে।
মঙ্গলবার বেলা ১২ টায় শহীদ আবুল হোসেন মিলনায়তনে সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম এই সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার সংরক্ষিত নারী আসনের সাংসদ শামসুন্নাহার বেগম শাহানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জাহেদুল হক, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আর এস এম মুনিরুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে তিন শতাধিক শিক্ষার্থীদের মধ্যে ফলদ বৃক্ষ বিতরণ করা হয়।
পরে আয়োজকদের উদ্যোগে শহরে একটি শোভাযাত্রা বের হয়।