খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৩ আগস্ট ২০১৬: সুনামগঞ্জ : ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন(বিজিবি), সুনামগঞ্জ অঞ্চলের তাহিরপুর উপজেলার এর লাউরগড় বিওপির মেইন পিলার ১২০৩ এর নিকট হতে বাংলাদেশের অভ্যন্তর দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে ২ জনকে আটক করেছে বিজিবির সদস্যরা। আটককৃত বাংলাদেশী নাগরিকরা হলেন উপজেলার বাদাঘাট ইউনিয়নের পূর্ব পুরান লাউরেরগড় গ্রামের আব্দুল কাদেরের ছেলে মোঃ মফিজ মিয়া (২৮), একই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মোঃ রাজমিন (৪০)। মঙ্গলবার বিকেলে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে কয়লা উত্তোলনের জন্য যাওয়ার সময় লাউরগর বিওপির টহল দল তাদের আটক করে। আটককৃত ব্যক্তিদ্বয়কে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তাহেরপুর থানায় হস্তান্তর করা হচ্ছে।
এ ব্যাপারে বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল নাসির উদ্দিন আহমেদ( পি এস সি) ঘটনার সত্যতা স্বীকার করেছেন। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরনের চোরাচালান এবং অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনাসহ সকল ধরনের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে।