খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৩ আগস্ট ২০১৬: : রাজনৈতিক কারণেই একটি চক্র রামপাল বিদুৎ কেন্দ্র স্থাপনে বিরোধীতা করছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক। আজ মঙ্গলবার বিকেলে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্স পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, বিশেষজ্ঞ দলের জরিপের পরই সেখানে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হচ্ছে। উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ দলের প্রয়োজনীয় জরিপ ও গবেষণার পরই সেখানে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। যারা আজ দেশপ্রেমের কথা বলে বিরোধিতা করছে তারা প্রকৃত দেশপ্রেমিক নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত দেশপ্রেমিক এদেশে আর কেউ নেই। তিনি অবশ্যই জেনেবুঝেই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশে জঙ্গি সংগঠন আইএস এর কোন অস্তিত্ব নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, কারো কারো সঙ্গে আইএস এর যোগাযোগ থাকতে পারে। তার মানে এই নয় যে, বাংলাদেশে আইএস আর কোন কর্মকা- করতে পারবে। শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় পুলিশ, সাংবাদিক ও স্থানীয়দের বুদ্ধিমত্তায় বড় ধরণের নাশকতা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। দেশে আজ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী গণজাগরণ শুরু হয়েছে। এদেশে জঙ্গি ও সন্ত্রাসীদের অস্তিত্ব থাকবে না।
দুপুরে সরকারী সফরের অংশ হিসেবে তিনি মুজিবনগর কমপ্লেক্স গেষ্ট হাউসে পৌঁছান। পরে তিনি মুজিবনগর কমপ্লেক্স ও আমঝুপি নীলকুঠি পরিদর্শন করেন। পরিদর্শনকালে মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ ও পুলিশ সুপার আনিছুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন গাংনী উপজেলা জাতীয় পার্টির সভাপতি সেলিম আহম্মেদ, সংগঠনিক সম্পাদক মিলন হোসেন, সদর উপজেলা জাতিয় পার্টির সভাপতি আব্দুল হাদি, সাধারণ সম্পাদক সুমন পারভেজ, মেহেরপুর পৌর জাতিয় পার্টির সম্পাদক হামিদুল ইসলামসহ নেতৃবৃন্দ।