Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৩ আগস্ট ২০১৬: রাজ, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় হাজী কোরপ আলী মেমোরিয়াল ডিগ্রী কলেজ জাতীয়করণ করার দাবীতে দিত্বীয় দিনের মত শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ-আন্দোলন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার সকালে কলেজ প্রাঙ্গনে ছাত্র-ছাত্রীরা ক্লাস বর্জনের মধ্য দিয়ে বিক্ষোভ- আন্দোলন কর্মসূচি পালন করে। ২য় দফায় কলেজটি জাতীয়করণ করার কথা থাকলেও জাতীয়করন কলেজের তালিকা প্রকাশ হয়নি অত্র কলেজের নাম।

হাজী কোরপ আলী মেমোরিয়াল ডিগ্রী কলেজ জাতীয়করণ না হওয়ায় ছাত্র-ছাত্রীরা ক্লাস বর্জন করে কলেজ মাঠে বিক্ষোভ কর্মসূচি পালন করে।

আব্দুল আল রুম্মানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, এস.এম সাকোয়াত হোসেন সহকারী অধ্যাপক, কামারখন্দ হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজের ছাত্র সজিব আহমেদ, নাসির উদ্দিন, এজাজ বিন কায়েস, এনামুল হক, সাজিদুল ইসলাম, শাহরিয়ার মিম, অত্র কলেজের ছাত্রী রেজভী পারভীন, মিথিলা প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান অধ্যক্ষ একজন অদক্ষ ও দুর্নীতিবাজ। কলেজের অর্থ আতসাৎ ও নানা অনিয়মের কারণে কলেজটি জাতীয়করণ হতে বিলম্ভ হচ্ছে। সুত্রে জানা যায়, বাংলাদেশের মধ্যে ৬৪ টি কলেজ জাতীয়করণের প্রাথমিক তালিকায় ছিল কলেজটি অথচ তালিকা প্রকাশ হলে নাম নেই অত্র কলেজের। অধ্যক্ষের পদত্যাগ দাবীতে শির্ক্ষাথীরা ক্লাস বর্জন করে কলেজ প্রাঙ্গন থেকে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি বের করে জামতৈল রেল ষ্টেশন হয়ে কামারখন্দ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন হয়। এসময় অত্র কলেজের শিক্ষক বৃন্দ বিক্ষোভ ও আন্দোলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্নার হস্তক্ষেপে দ্রুত সময়ে কলেজটি জাতীয়করণের ব্যবস্থা গ্রহন এবং মাননীয় প্রধান মন্ত্রীর কাছে অত্র কলেজটি জাতীয়করণে জন্য আকুল আবেদন করেন।