Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৩ আগস্ট ২০১৬:
দিনাজপুর : দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবির সদর দপ্তরে দিনাজপুর সেক্টর আন্তঃ ব্যাটালিয়ন কারাত প্রতিযোগীতায় ২৯ বিজিবি চাম্পিয়ন। ৪২ দিনাজপুর সেক্টর বিজিবি রানার্স আপ হয়েছেন। গত ২১শে আগস্ট থেকে ২৩শে আগস্ট পর্যন্ত ফুলবাড়ী ২৯ বিজিবি সদর দপ্তরে ২টি ব্যাটালিয়নের কারাত প্রতিযোগীতা খেলা অনুষ্ঠিত শেষে গতকাল ২৩শে আগস্ট বুধবার ফুলবাড়ী বিজিবি সদর দপ্তরে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি তুলে দেন দিনাজপুর ৪২বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ জাকির হোসেন (পি বি জি এম এস)। কারাত প্রতিযোগীতায় খেলায় ফুলবাড়ী ২৯ বিজিবি ৭টি স্বর্ণ, ৭টি রৌপ, ১টি তাম্র অর্জন করেন। ৪২বিজিবি দিনাজপুর ১টি স্বর্ণ, ১টি রৌপ ও ৭টি তাম্র পেয়ে রানার্স আপ হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ২৯ বিজিবির অপারেশন অফিসার মেজর একেএম হাসিবুল নবী। কারাত খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ২৯ বিজিবি ফুলবাড়ী। খেলার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন প্রধান রাজশাহী কারাতে রেফারী এসোসিয়েশনের সভাপতি মোঃ বকুল হোসেন, সহযোগী হিসেবে ছিলেন মোঃ গোলাম মোর্তুজা মিল্টন, মোঃ ফরমান আলী, মোঃ সারোয়ার হোসেন ও মোঃ শাখাওয়াত হোসেন। দিনাজপুর সেক্টর আন্তঃ কারাত প্রতিযোগীতা খেলা শেষে বক্তব্য রাখেন দিনাজপুর বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ মোঃ জাকির হোসেন (পি বি জি এম এস)। এ সময় উপস্থিত ছিলেন ২৯ বিজিবির অফিসার্স, জেসিও এনসিও, অন্যান্য পদবীর সৈনিক বৃন্দ ও অসামরিক কর্মচারী ও সাংবাদিক বৃন্দ। এ প্রতিযোগীতায় ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ৯৩৫২৩ সিপাহী মোঃ খাইরুল ইসলাম শ্রেষ্ঠ নবীণ খেলোয়াড় এবং ৮৭৭৮৮ সিপাহী মোঃ সুমন মিঞা শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হওয়ায় তাদেরকে আন্তরিক অভিনন্দন জানান।