Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৩ আগস্ট ২০১৬: 107714_indexরাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতার একটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে। আগামী ১০ অক্টোবর এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম নূর নবীর আদালতে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। আদালতে হাজিরা দিতে উপস্থিত ছিলেন প্রধান আসামি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ ২০ নেতাকর্মী।

কিন্তু মামলার আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ আদালতে হাজির না হওয়ায় তাঁর পক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ সময়ের আবেদন করেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে শুনানির নতুন দিন ধার্য করেন। আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

২০১৩ সালের ২ মার্চ বিএনপির ডাকে হরতাল-অবরোধ চলাকালে পল্টন থানা এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী মাকসুদ বাদী হয়ে নাশকতার মামলাটি করেন।

পরে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ২০১৩ সালের ২৬ মার্চ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানসহ ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরে সে অভিযোগপত্রটি আমলে নিলে মামলাটি বিচারের জন্য এই আদালতে বদলি হয়ে আসে।