Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

1খোলা বাজার২৪, বুধবার, ২৪ আগস্ট ২০১৬: রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারে। তবে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা এখনো নিশ্চিত করেনি আবহওয়া অধিদফতর।

বুধবার (২৪ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩৪ মিনিটে এ ভূমিকম্প আঘাত আনে। প্রায় ১০ থেকে ১২ সেকেন্ড এ কম্পন অনুভূত হয়।
তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮।
এ সময় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে এবং ভয়ে রাস্তায় নেমে আসতে দেখা গেছে।
তবে তাৎক্ষণিকভাবে দেশের কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। মিয়ানমারে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না সে তথ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো প্রাথমিকভাবে জানাতে পারেনি।