Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3খোলা বাজার২৪, বুধবার, ২৪ আগস্ট ২০১৬: জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে হত্যার এক মাস আগে থেকেই রাজধানীর অদূরে টঙ্গিতে প্রশিক্ষণ নেয় নিষিদ্ধ আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্যরা।

বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
মনিরুল ইসলাম জানান, বিজ্ঞান বিষয়ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের বই প্রকাশ করার কারণেই তাকে টার্গেট করা হয়। অপারেশন চালাতে টঙ্গিতে এক মাস প্রশিক্ষনের পর ঢাকার মহাখালীতে একটি বাসা ভাড়া নেয় জঙ্গিরা। ওই অপারেশনে এবিটির স্লিপার সেলের ৫ সদস্য অংশ নেয়। এদের নেতৃত্বে ছিল মইনুল হাসান শামীম ওরফে সিফাত ওরফে সামির ওরফে ইমরান।
মঙ্গলবার রাতে টঙ্গির চেরাগ আলী মার্কেটের সামনে থেকে শামীম ওরফে সিফাতকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (ডিবি)।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর প্রকাশক আহমেদ রশিদ টুটুল হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হওয়া এবিটি সদস্য সাইফুলের তথ্যের ভিত্তিতে সিফাতকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সিফাতের বাড়ি সিলেটের সুনামগঞ্জ এলাকায়। সে মদন মোহন কলেজের ছাত্র ছিল।