Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ২৪ আগস্ট ২০১৬: মৌলভীবাজার : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ও ডিগ্রী পরিক্ষার সময় আকস্মিকভাবে কমিয়ে দেয়া কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত শিক্ষার্থীদের ভুগান্তির কারণ বলে মন্ত্রব্য করেছেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ অপু। স্থানীয় সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তি তিনি বলেন- অতীতে অনার্স ও ডিগ্রী পরীক্ষার ১শত নম্বরের জন্য ৪ ঘন্টা সময় বরাদ্দ ছিল। ২০০৯-২০১০ শিক্ষাবর্ষ সময় ইনকোর্স ছিল না। এর পর থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয় গ্রেডিং সিস্টেম চালু করে এবং লিখিত ৮০ নম্বরের সঙ্গে ইনকোর্সের ২০ নম্বর যোগ করে। ৮০ নম্বরের জন্যও তখন ৪ ঘণ্টা সময় বরাদ্দ ছিল। স¤প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সর্বশেষ সভায় পরীক্ষার সময় ৪ ঘন্টা থেকে কমিয়ে সাড়ে ৩ ঘণ্টা করা হয়। এতে করে ২০০৯-২০১০, ২০১০-১১, ২০১১-১২, ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫ ও ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সাড়ে ৩ ঘণ্টা সময়ের জন্য মোটেও মানসিকভাবে প্রস্তুত না এবং এই সময়ের ভিতরে শিক্ষার্থীদের সব প্রশ্ন উত্তর করা ও সম্ভব নয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্ত শিক্ষার্থীদের উপর এক রকম বোঝা হয়ে দাঁড়িয়েছে। তিনি আগের সময়সূচী পুনরায় বহাল রাখার জন্য দাবি জানান।