খোলা বাজার২৪, বুধবার, ২৪ আগস্ট ২০১৬: মৌলভীবাজার : ডিভি লটারী বিজয়ী ও ভিসা বঞ্চিতরা আজ ২৩ আগষ্ট রাতে মৌলভীবাজার- ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন এমপি এর বাস ভবনে গিয়ে বঞ্চিতরা প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি তুলে দেন আমেরিকান ডিভি লটারী বিজয়ী ও ভিসা বঞ্চিত বাংলাদেশী সমন্ময় পরিষদ এর সভাপতি সৈয়দ ইউনুছ আলী, সাধারন সম্পাদক বিভাস রঞ্জন দাশ। এ সময় উপস্থিত ছিলেন- আমেরিকান ডিভি লটারী বিজয়ী ও ভিসা বঞ্চিত বাংলাদেশী সমন্ময় পরিষদ এর সাংগঠনিক সম্পাদক আব্রু মিয়া (আজিজ), সদস্য জামাল আহমদ, মোঃ শাহজাহান মিয়া, আব্দুল আলিম, আবুল মিয়া, নগেন্দ্র চন্দ্র দাশ,গৌবিন্দ্র কুমার কর, মোঃ মকবুল হোসেন, মোঃ সিরাজ মিয়া, নির্মেলেন্দু পাল, নিরঞ্জন সরকার ও শৈলন চন্দঁ প্রমুখ। স্বারকলিপিতে উল্লেখ করা হয়, ১৯৯৫ সাল থেকে ২০১২সাল পর্যন্ত মার্কিন অভিবাসন নীতির আলোকে বাংলাদেশী উল্লেখ সংখ্যক মানুষ ডিভি লটারীতে বিজয়ী হওয়ার পর লটারী প্রাপ্তদের প্রযোজনীয় পাসপোর্ট,স্পনসারশীপ, মেডিকেল টেস্ট ও ভিসা ফিস প্রদান করেও যুক্তরাষ্টে ফাঁড়ি জমানো সম্বব হয়নি। ফলে অনেকেই ভিটা-বাড়ী বিক্রী করে মানবেতর জীবন যাপন করছে। তৎকালীন প্রসিডেন্ট বিল কিলটন এর নিকট আবেদন করা হলে গত ২০০০ সালের ১২ এপ্রিল ভিসা প্রক্রিয়াকরনের পদ্ধতি পরিবর্তন করা হলেও কিছু অসাধু দালাল এর কারনে পরিবর্তিত পদ্ধতিতেও কোন কাজ হয়নি। বাংলাদেশ পররাষ্ট মন্ত্রনালয়ে গত ০৯-১২-২০১৪ইং, ৬-১১-২০১০ এবং ২২-০৮-২০১৩ইং আবেদন করা হয়। গত ২০১২ সালের ১২ ফেব্রুয়ারী সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলীর পক্ষ থেকে যুক্তরাষ্টে কংগ্রেসের বাংলাদেশ ককার্সেও চেয়ারম্যান জোসেফ ক্রাউলির নিকট চিঠিও দেওয়া হয়। কিন্তু কোন কাজ হয়নি।