Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ২৪ আগস্ট ২০১৬:নরসিংদী : জেলার মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়ন পরিষদের এলজিএসপি-২ এর একটি প্রকল্পের টাকা আত্মসাতের ঘটনায় এলাকায় তুলপার স্মৃষ্টি হয়েছে।
গতকাল বুধবার সরজমিনে জানা যায়, এলজিএসপি’র ১৫-১৬ অর্থ বছরের জন্য বরাদ্দকৃত দ্বিতীয় কিস্তির চৌদ্দলক্ষ পনের হাজার টাকা আত্মসাত করার অভিযোগ উঠেছে সাবেক চেয়ারম্যানের বিরোদ্ধে। এঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিজার করলে নরসিংদী জেলা শাখার স্থানীয় সরকার উপসচিবের বরাবর একটি লিখিত অভিযোগ করে স্থানীয় জনগণ।
অভিযোগ সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুর-মোহাম্মদের দায়িত্ব থাকা কালিন, ২০১৫-১৬ অর্থ বছরের জন্য ৬টি প্রকল্পে মধ্যে ৪টি রাস্তায় গাইড ওয়াল ইটা বিছানোর জন্য বরাদ্দ দেয়া ৮ লাক্ষ টাকা, কাঁঠালিয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্টিলের আলমারি সরবাহ করার জন্য ২ লাক্ষ টাকা ও ইউনিয়নের দুঃস্থ ও যুব মহিলাদের বিনা মূল্যে সেলাই মেশিন সরবাহ করার জন্য বরাদ্দ দেয়া হয়েছে ৪ লাক্ষ ১৫ পনের হাজার টাকা। এ ৬টি প্রকল্পের মধ্যে ৬ জন সভাপতি সভাপতি থাকার কথা ছিলো, তবে আমিন ডাক্তার নামে এক জনকে সভাপতি করা হয়েছে ও তার নামে একটি রাস্তার কাজের সন্ধান মিলিছে, আর বাকি ৫ প্রকল্পের কোন হুদিস মিলেনী।
এদিকে, সাবেক এই চেয়ারম্যানের অধিনে এই বরাদ্দের জন্য, ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্টিলের আলমারি সরবাহ করার জন্য ২ লাক্ষ টাকার বিনিময়ে ৬টি আলমারি দেখানো হয়েছে। যার মূল্য ৯০ হাজার টাকা। দুঃস্থ ও যুব মহিলাদের বিনা মূল্যে সেলাই মেশিন সরবাহ করার ৪ লাক্ষ পনের হাজার টাকার বিপরীতে মাত্র ১০ টি সেলাই মেশিন দেখিয়ে প্রকল্প বাস্তবায়ন শেষ ও সফলতা বাস্তবায়ন করা হয়েছে। সাবেক ইউপি চেয়ারম্যান ও সচিববের পরোক্ষ মদদে মোটা অংকের বানিজ্য হিসেবে সরকারী টাকা আত্মসাতের কথাও অভিযোগে বলা হয়েছে।
আমিন ডাক্তার জানান, ১টি প্রকল্পের মনোনিত করার জন্য একাদিক স্বাক্ষর নেয়া হয়েছে, এ ৮ লাক্ষ টাকার ৪টি রাস্তার কাজের নামে ঝাড়–মোছা বা ড্রেসিং ছাড়া অন্য কোন কাজ হয়নি।
মুঠোফোনে সাবেক চেয়ারম্যানকে না পেয়ে, এব্যাপারে ইউনিয়নের সচিব সিরাজুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন।