খোলা বাজার২৪, বুধবার, ২৪ আগস্ট ২০১৬: রংপুর: রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের রেজানগর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আইন ও বিচার বিভাগ; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রলায় এবং দুর্নীতি দমন কমিশন কতৃক বাস্তবায়িত জাস্টিস রিফর্ম এ্যান্ড করাপশন প্রিভেনশন প্রকল্পের বাস্তবায়নকারী সহযোগী সংস্থা জিআইজেড ও আরডিআরএস বাংলাদেশের সহযোগীতায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক পরিকল্পনা সভা অনুষ্টিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোতয়ালী থানার এস আই হামিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মমিনপুর ইউনিয়নের প্রাক্তান চেয়ারম্যান মাহবুব আলম চৌধুরী । সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশিং ফোরামের উপদেষ্ঠা মমতাজ উদ্দিন, এছাড়াও দুলু মিয়া, শ্যামল দেব, মনিরুজ্জামান, লাল মিয়া, উপদেষ্ঠা আজিজুল ইসলাম, নুরুল হক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এক পর্যায়ে সভাপতি তাদের ওয়ার্ডে গাজা, জুয়া খেলা বন্ধ করার ব্যাপারে বিস্তারিত বলেন। তখন প্রধান অতিথি পুলিশের পাশাপাশি সকলকে মিলে একত্রে কাজ করতে বলেন এবং পুলিশ প্রশাসনকে তথ্য দিয়ে সাহায্য করতে বলেন। প্রয়োজনে দুর্নীতি প্রবণ এলাকা গুলো চিহ্ণিত করে প্রতিরোধ মূলক কার্যক্রম গ্রহন করতে বলেন। আরডিআরএস বাংলাদেশের আজিম আলী কমিউনিটি পুলিশিং ও দূর্নীতি প্রতিরোধ সম্ব›েধ বিস্তারিত বর্ণনা করেন এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ ফারুক মিয়া।