Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ২৪ আগস্ট ২০১৬: সুনামগঞ্জ : সুনামগঞ্জে এলজিইডি-হিলিপ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাদি বৃদ্ধির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৩টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সম্মুখে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন এলসিএস অর্গানাইজার মো: ফারুক ইসলাম, মো: শওকত ইসলাম, মো: জামাল উদ্দিন প্রমুখ।
বক্তারা তাদের বেতন ভাতাদি সরকারী বিধি মোতাবেক বৃদ্ধির দাবী করে বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরাধীন অন্যান্য প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতাদি বৃদ্ধি করা হলেও হিলিপ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাদি বৃদ্ধি করা হয়নি। ফলে বর্তমান বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে দ্রুত বেতন ভাতাদি বৃদ্ধির দাবী জানানো হয়। অন্যথায়, ৫ জেলায় একযোগে আগামী ২৮-২৯ আগষ্ট পুর্ন দিবস কর্মবিরতী পালনের ঘোষনা দেয়া হয়। পরে নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে প্রকল্প পরিচালক বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়।