খোলা বাজার২৪, বুধবার, ২৪ আগস্ট ২০১৬: মুন্সিগঞ্জ : শারিরীক প্রতিবন্দি ভিক্ষুকের টাকা আত্মসাতের অভিযোগে টঙ্গীবাড়ী থানায় দুই ভূয়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। ২৪ আগষ্ট বুধবার দুপুরে ভিক্ষুক গোলজার শেখ(৬০) এর স্ত্রী মরিয়ম (৫৪) বাদী হয়ে মামলা করেন। পুলিশ সূত্রে জানা গেছে জেলার কলমা গ্রামের প্রতিবন্দি ভিক্ষুক গোলজার শেখ ও তার স্ত্রী মরিয়মকে তার বিত্তশালী ভাতিজা উজ্জল শেখ দু‘বছর আগে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। ৮ই আগষ্ট গোলজার টলি দিয়ে তার স্ত্রীর সহযোগিতায় ভিক্ষা করার জন্য টঙ্গীবাড়ী উপজেলার আলদি বাজারে আসলে উপজেলার ধামারণ গ্রামের মিলন কাজীর পুত্র কাজী আকরাম মিলন ওরফে এলিচ ও ছোটকেয়ার গ্রামের জয়নাল শেখের ঘরজামাই আক্তার হোসেনের সাথে তাদের দেখা হয়। ঘটনা খুলে বললে আকরাম ও আক্তার নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে গোলজার ও মরিয়মকে পটিয়ে তাদের সারা জীবনের ভিক্ষা করা সঞ্চিত ২৫ হাজার টাকা হাতিয়ে নেয়। গোলজার জানান বাড়ির সামান্য ৩ শতাংশ ভিটি উজ্জলের দখল থেকে ফিরিয়ে দিবে বলে তার কাছ থেকে আকরাম ও আক্তার টাকা নিয়ে কাজ করেনি। স্থানীয়দের কাছ থেকে তাদের পরিচয় নিয়ে মামলা করিলাম। টঙ্গীবাড়ী থানার এসআই সাখাওয়াত হেসেন জানান আকরাম ও আক্তার সাংবাদিক পরিচয় দিয়ে গোলজার ও তার স্ত্রীকে ধোকা দিয়ে টাকা নেওয়ায় তাদের বিরুদ্ধে মরিয়ম বাদী হয়ে মামলা দিয়েছে। তদন্তের পর দু‘জন ভূয়া সাংবাদিক বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।