খোলা বাজার২৪, বুধবার, ২৪ আগস্ট ২০১৬: রামপাল ,বাগেরহাট: রামপালে পেড়িখালী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বুধবার বিকাল ৪ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ইউনিয়ন পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাওলাদার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকরামুল কবির কচির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্যা আঃ রউফ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা মিলি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হামিম নূরী, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী অধ্যাপিকা ছায়রা বেগম, সাবেক ইউনিয়ন সভাপতি শেখ আঃ মান্নান, অধ্যাপক মোশারফ হোসেন, সরদার বোরহান উদ্দিন, সিরাজুল আজম দারা, উপজেলা ছাত্রলীগ সেক্রেটারী সেখ সাদি, ইউনয়ন ছাত্রলীগ সভাপতি ফরহাদ হাওলাদার, বিভাষ হালদার প্রমুখ।