Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ২৪ আগস্ট ২০১৬: কামরুল হাসান, ঠাকুরগাঁও : কথা হচ্ছিলো প্রতারক নারী কন্ঠ ধারী তৈয়মুরের সঙ্গে। সে বলছিলো মুঠো ফোনে নারী কন্ঠে, আমি ষষ্ঠ শ্রেনির ছাত্রী। কখনোই আমি দৈহিক সম্পর্ক করি না। নারী কণ্ঠ নিজের আয়ত্বে এনে প্রথমে ছেলেদের পটিয়ে ফেলে। এর পর ফোনে সেক্স আলাপ জুড়ে দেয় ঘন্টার পর ঘন্টা। এজন্য চার্জ নেয় শতশত টাকা। যখন আগ্রহ জাগে এক নজর দেখার। তখনই বেঁকে বসে ওই চক্রটি। এরপর কখনো নিজেকে মেয়ে সাজিয়ে মাথায় ঘোমটা দিয়ে ভিডিও ফোনে কথোপকথন আর ঘন্টার পর ঘন্টা চলে ফোনো সেক্স আলাপ। এক সময় নারী পিপাষুদের যখন যৌনতার চরম উত্তেজনায় আসে ঠিক তখনই নারী কণ্ঠধারী ওই যুবক নিজেকে মেয়ে দাবি করে ছেলে পাঠিয়ে দেয়ার প্রস্তাব দেয়। প্রস্তাবেই কুপকাত হয় নারী লোভীচক্র। লুফে নেয় প্রস্তব। এজন্য মোটা অংকের টাকা বিকাশ করতে হয় ওই নারী কন্ঠের ছেলেটির কাছে। ঠিক অভিনব কায়দায় সে নিজেই চলে আসে শহরের বিভিন্ন আবাসিক হোটেলসহ ব্যক্তি নিরিবিলি চেম্বারের বিভিন্ন স্থানে। এভাবে ঠাকুরগাঁও শহরের নামিদামি বিভিন্ন ব্যক্তিকে আয়ত্ব করে ফেলে। কিন্তু অদৃশ্য থেকে যায় ওই নারী কণ্ঠধারী তৈয়মুর ও তার সহযোগীরা। কখনোই সে নিজের প্রকৃত পরিচয় দেননা। এভাবে কখনো নিজের মায়ের অসুস্থতা, কখনো নিজের নানা সমস্যার কথা বলে নারীলোভিদের কাছে থেকে সহায়তার কথা বলে হাতিয়ে নেয় মোটাঅংকের টাকা। একটি পুরুষের সঙ্গে একটি পুরুষের কিংবা একটি মেয়ের সঙ্গে একটি মেয়ের মানসিক ও শারীরিক সম্পর্ককেই সমকামিতা বলা হয়। বাংলাদেশে সমকামীদের জন্য কোনো বিধিবদ্ধ আইন বা নীতিমালা না থাকলেও ঠাকুরগাঁওয়ের মতো ছোট্ট শহরে সমকামীদের সংখ্যা গোপনে বেড়েই চলেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। বিশ্বের বিভিন্ন দেশে সমকামীদের বৈধতা দেয়া হলেও বাংলাদেশে সামাজিক কারণে তারা বৈধতা পায়নি। তাই গোপনেই চালাতে হচ্ছে তাদের কার্যক্রম। আড়ালে রাখেন সমকামী পুরুষ অথবা নারী তাদের নিজেদেরকেও। এরই ধারাবাহিগতায়, পুলিশ দীর্ঘ দিন থেকে চক্রটিকে ধরার জন্য সক্রিয় হয়ে উঠে। মঙ্গলবার বিকাল আনুমানিক ৫ঘটিকার সময় সমকামী ব্যবসায়ী চক্রের মুল হোতা আটক হয় পুলিশের হাতে। তার নাম তৈয়মুর রহমান(২০)। সদর উপজেলার মালীগাঁও গ্রামের আব্বাস আলীর ছেলে সে। প্রায় দু বছরেরও বেশি সময় ধরে নিজেকে মেয়ে দাবি করে নারী কন্ঠে শহরের বিভিন্ন মহলের মানুষকে আয়ত্বে নেয়। ছেলে পাঠিয়ে সমকামী করার কথা বলে নিজেই যোগ দেয় দৈহিক মেলামেশায়। তার নানা ধরনের প্রতারনায় অতিষ্ঠ হয়েপরে সমকামী খদ্দেররা। নারী কণ্ঠের সেই তৈয়মুরের বিরুদ্ধে পুলিশের কাছে অনেক আগেই অভিযোগ করেন অনেক ভুক্তভোগিরা। মঙ্গলবার পুলিশের হাতে আটকের পর নানা জল্পনাকল্পনার অবসান হয়। তৈয়মুর জানায়, শহরের অনেক নামীদামি ব্যক্তির সাথে হয়েছে তার দৈহিক মেলা মেশা। আটক তৈয়মুর আরো জানায়, এ কাজ না করলে ভাল লাগে না। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি চেয়ারম্যান জানান, নারী কণ্ঠে কথা বলে তৈয়মুর আমাকে অনেক জ¦ালিয়েছে। তার ফোনের অত্যাচারে আমি অতিষ্ঠ। নাম প্রকাশ করার না শর্তে আরেক ব্যবসায়ী জানায়, তৈয়মুরের নারী কণ্ঠের অত্যাচারে সংসারে আগুন লাগারও উপক্রম হয়েছে। ঠাকুরগাঁও থানার এসআই আমজাদ হোসেন জানান, আটক তৈয়মুরকে শিবগঞ্জ ভাই ভাই হোটেল থেকে আটক করি আরেক ব্যক্তির সঙ্গে একই ভাবে প্রতারণার ফাঁদ ফেলছিলো। কিন্তু সে জানতো না, সে ব্যক্তি আমাদেরই লোক। আটক তৈমুরের বিরুদ্ধে থানায় মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ব্যপারে কথা হয়, ঠাকুরগাঁও জর্জ কোর্ট আদালতের আইজীবী শাহবুদ্দিন খান লাজ্ এর সঙ্গে। তিনি বলেন, সংবিধানে সবার মৌলিক অধিকারের কথা বলা হলেও বাংলাদেশের দন্ড-বিধি আইনে স্পষ্টভাবে বলা আছে, প্রাকৃতিক নিয়মের বাইরে সমলিঙ্গের কোনো মানুষ একে অপরের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা অস্বাভাবিক একটি অপরাধ। এর জন্য শান্তি দশ বছর পর্যন্ত কারাদন্ড হতে পারে। তিনি বলেন, বাংলাদেশে সমকামীদের জন্য কোনো ইতিবাচক আইন নেই। বাংলাদেশে এই সমকামীদের নিয়ে কাজ করছে কিছু বেসরকারি সংস্থাও। তবে এইডস্ প্রতিরোধেই তাদের কাজ বেশি।